রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সড়কে কোরবানির পশু পরিবহনের ট্রাকে চাঁদাবাজি বন্ধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্যের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তাবলয়। পাশাপাশি ঈদ পরবর্তী সময়ে যাতে পশুর চামড়া পাচার না হয় সেজন্য সীমান্তবর্তী ১২টি চেকপোস্টে দায়িত্ব পালন করবে পুলিশ। জানা যায়, ঈদকে কেন্দ্র করে জেলার ৯ উপজেলায় ১১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ। ঈদের জামাত ও জেলার ২৬টি গরুর হাটের নিরাপত্তা দেবে তারা। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মহানগরীতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ৮০০ পুলিশ সদস্য মহানগরীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিগত দিনে কোরবানির গরুর ট্রাকে তিন ধরনের চাঁদাবাজি হতো। হাইওয়ে ট্রাফিক পুলিশ, শ্রমিক ইউনিয়ন ও প্রভাবশালীরা চাঁদাবাজিতে জড়িত বলে অভিযোগ ছিল। তবে এবার গরু পরিবহনে সব ধরনের চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি চাঁদাবাজির ঘটনা ঘটে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জেলা হওয়ায় পশুর চামড়া পাচার রোধে খুলনার কয়রা, ডুমুরিয়া, দাকোপ ও ফুলতলায় ১২টি চেকপোস্টে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর