রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
নিউইয়র্কে রাসেল পরিষদের সভা

দুই ঘাতককে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি

প্রতিদিন ডেস্ক

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে নিউইয়র্কের ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং কানাডায় পলাতক জাতির জনক বঙ্গবন্ধু ও শিশু রাসেলের দুই ঘাতককে অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দুই দেশের প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। খবর এনআরবি নিউজের। ১৫ আগস্ট রাতে ম্যানহাটানে কস্তুরি রেস্টুরেন্ট মিলনায়তনে এ আলোচনা-সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকবর আলী। অনুষ্ঠানের বিশেষ অতিথি ‘শেখ হাসিনা মঞ্চ’র সভাপতি আবদুল জলিল বলেন, ‘সভ্য সমাজের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের শিকার শিশু রাসেল এবং বাঙালি জাতির পিতা শেখ মুজিবসহ পরিবারের সদস্যরা। তেমন একটি নৃশংসতার জন্য সর্বোচ্চ আদালতে দণ্ডিতদের আশ্রয় দিয়ে ট্রাম্প প্রশাসন অবশিষ্ট বিশ্বের কাছে কী মেসেজ দিচ্ছে।’ সভার শুরুতে ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর