রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মোবাইলের সর্বনিম্ন কলরেট ১০ পয়সা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের সব মোবাইল ফোন অপারেটরের মিনিটপ্রতি কলচার্জ ১০ পয়সা করার দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। ভয়েস কলরেট বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল সংগঠন দুটি এমন দাবিতে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। সিটিজেন রাইটস মুভমেন্ট সংবাদ সম্মেলন করেছে। আর মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সরকারের এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান। বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদও এ সময় উপস্থিত ছিলেন। বিটিআরসির কলরেট নির্ধারণকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করে তুষার রেহমান বলেন, কলরেট বিষয়ে বিটিআরসির ভাষ্য শুনলে মনে হয় তারা মোবাইল ফোন কোম্পানিগুলোর মুনাফা বাণিজ্যের অংশীদার বৈ কিছু নয়। তরুণ প্রজন্মের কথা ভেবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই ৮ ঘণ্টা প্রতি মিনিট সর্বোচ্চ কলচার্জ ১ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। প্রতি ১০ জিবি ইন্টারনেটের মূল্য ১০০ টাকা নির্ধারণের দাবিও জানিয়েছে তারা। এদিকে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের মানববন্ধনে সংহতি জানিয়ে সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, শুধু অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে লোকচক্ষুর অন্তরালে এই মূল্য বৃদ্ধি মেনে নেওয়া যায় না। দ্রুত মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনগণের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ জনগণকে ফেরত  দেওয়ার দাবি জানাচ্ছি। বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, নতুন এই কলরেটের ফলে গ্রাহকের পকেট থেকে বছরে ৬ হাজার  কোটি টাকা অতিরিক্ত আদায় করা হবে। সরকারের এমন সিদ্ধান্ত দ্রুত বাতিল করার আহ্বান জানানো হয়। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর