রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সিলেটে চা-বাগানে পশুর হাট উচ্ছেদ করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরায় ফাঁড়ি দলদলি চা ও রাবার বাগানের মধ্যে বসানো অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে প্রথমে হাট সরিয়ে নিতে বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে হাট না সরানোয় বিকাল সাড়ে ৪টার দিকে এই হাট উচ্ছেদ করে সিলেট সদর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনীরা অভিযানে নেতৃত্ব দেন। জানা যায়, গত শুক্রবার সিলেট শহরতলির লাক্কাতুরায় ফাঁড়ি দলদলি চা বাগান ও রাবার বাগানের মধ্যে রাতারাতি পশুর হাট বসায় একটি চক্র। বাগানে খোঁড়াখুঁড়ি করে এ হাট বসানোয় এবং বাগানের মধ্যে ট্রাক চলাচলে হুমকির মুখে পড়ে পরিবেশ। বাগান বন্দোবস্ত নীতিমালা অনুসারে চা-বাগানের মধ্যে পশুর হাট বসানোর নিয়ম নেই। এ ছাড়া সরকারি এই চা-বাগানে পশুর হাট বসাতে জেলা প্রশাসন থেকে যে অনুমোদন দরকার, তাও ছিল না। বিষয়টি অবগত হয়ে গতকাল অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন। এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনীরা বলেন, ‘সদর উপজেলায় পাঁচটি হাট ইজারা দেওয়া হয়েছে। এর বাইরে যে কোনো হাটই অবৈধ। অবৈধ হাটের বিরুদ্ধে অভিযান চলবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর