সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্রাচীন বৃক্ষ সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষ সংরক্ষণ আইন ২০১৬ মাঠ পর্যায়ে বাস্তবায়ন এবং ইউক্লিপটাস, আকাশমনিসহ পরিবেশ বিধ্বংসী বৃক্ষরোপণ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও তরুণ সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস), বরেন্দ  শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা কেন্দ্র ও সেভ দ্য ন্যাচার যৌথভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

 এতে বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের বন্ধু। শুধু পরিবেশ নয়, বৃক্ষ মানুষসহ পৃথিবীর সব প্রাণীকূলের বন্ধু হিসেবে তাদের খাদ্য নিরাপত্তা এবং বাঁচার নিশ্চয়তা দিয়ে থাকে। কিন্তু স্থান এবং অঞ্চল ভেদে সেই বৃক্ষও আবার পরিবেশবিধ্বংসী হতে পারে।

মানববন্ধনে বক্তব্য দেন বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের সভাপতি জাওয়াদ আহমেদ রাফি, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ( ইয়্যাস ) এর সভাপতি শামীউল আলীম শাওন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর