সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চলে গেলেন প্রখ্যাত নৃত্যগুরু বজলার রহমান বাদল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

‘স্বাধীনতা পদকপ্রাপ্ত’ দেশের প্রখ্যাত নৃত্যগুরু বজলার রহমান বাদল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান বলেন, ‘তিনি সাড়ে তিনটার দিকে মারা গেছেন। তারপরও আমরা পর্যবেক্ষণ করছিলাম।

সাড়ে ৫টার দিকে ঘোষণাটি দিতে হয়েছে।’

৯৫ বছর বয়সী ওস্তাদ বজলার রহমান বাদল শ্বাসকষ্ট, হৃদরোগসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। থাকতেন নগরীর শিরোইল এলাকায় মেয়ের বাসায়। গত শুক্রবার রাত পৌনে দুইটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। শনিবার দুপুর পর্যন্ত শয্যা না পাওয়ায় হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের একটি কক্ষের মেঝেতেই শুয়ে চিকিৎসা নিতে হয় তাকে। খবরটি ছড়িয়ে পড়লে হস্তক্ষেপ করেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তৎপর হয় জেলা প্রশাসনও। পরে নৃত্যগুরু বাদলকে একটি শয্যায় তোলে হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয় তিন সদস্যের একটি মেডিকেল বোর্ডও। মেডিকেল বোর্ডের পরামর্শে রবিবার বেলা ১১টার দিকে নৃত্যগুরুকে আইসিইউতে নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর