সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ড. কামাল যুক্তফ্রন্টের সঙ্গে কর্মসূচি দেবেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্য গড়ার জন্য যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচি দেবেন ড. কামালের গণফোরাম। এককভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি না দিয়ে নতুন ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি। একই সঙ্গে ড. কামাল হোসেনের ডাকা আগামী ২২ সেপ্টেম্বরের সমাবেশ বাতিল করা হয়েছে। গতকাল রাজধানীর গুলশানে বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বাসায় রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. কামাল হোসেন। এ সময় উল্লেখিত সিদ্ধান্ত হয়। বৈঠকে বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামে কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর  ঐক্য গড়তে কাজ করবে যুক্তফ্রন্ট ও গণফোরাম। নতুন ঐক্য নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে আজ আবারও বৈঠক করবে তারা। এখন থেকে আলাদা কোনো কর্মসূচি দেবে না সংগঠন দুটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর