মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিনা অভিবাসন ব্যয়ে সিঙ্গাপুরে গেল ২১ কর্মী

নিজস্ব প্রতিবেদক

জার্মানির বিখ্যাত কোম্পানি M+W Singapore Pte Ltd-এর সিঙ্গাপুরস্থ প্রজেক্টে দক্ষকর্মী হিসেবে ২১ জন কর্মী গতকাল রাতে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ইউএস বাংলা এয়ারলাইন্স এ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশের জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান মেরিট ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে এসব কর্মী চাকরি নিয়ে সিঙ্গাপুরে কাজ করার সুযোগ পাচ্ছে। সিঙ্গাপুর প্রেরণের পূর্বে মেরিট ট্রেড ইন্টারন্যাশনালের বনানীস্থ কার্যালয়ে কর্মীদের সিঙ্গাপুরের আইন-কানুন, কর্ম-পরিবেশসহ নানা বিষয়ে অবহিত করে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে জানানো হয়, প্রেরণকৃত এসব কর্মী প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন পাবে। পরে বিনা অভিবাসনে সিঙ্গাপুরে প্রেরণকৃত কর্মীকে পাসপোর্ট টিকিট হস্তান্তর করেন মেরিট ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ ও বায়রা সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন।

সর্বশেষ খবর