মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
২১ আগস্ট স্মরণসভায় মুক্তিযোদ্ধারা

ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতে ফের শেখ হাসিনাকে ক্ষমতায় আনা চাই

জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি আয়োজিত ২১ আগস্ট স্মরণসভায় বক্তারা ওই গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন। তারা বলেন, ওই হামলার ষড়যন্ত্রের খলনায়কদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে নইলে ওই দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠবে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কার্যালয়ে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির নির্বাহী চেয়ারম্যান হারুনুর রশিদ।

বক্তৃতা করেন কমিটির মহাসচিব আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু, মো. আবদুল হাই, সৈয়দ সামছুল কাউনাইন কুতুব, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, আলহাজ শরীফ উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাহমুদ পারভেজ জুয়েল, রফিকুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর, সেক্রেটারি সৈয়দ আশ্রাফুল ইসলাম নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর