বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জবরদস্তির নির্বাচন রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করবে : সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আরেকটি জবরদস্তির নির্বাচন দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেবে। আগামী নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি অত্যন্ত জরুরি। আর এর উদ্যোগ সরকারকেই নিতে হবে। গতকাল বুধবার গণসংহতি আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, দেশে এখন চরম স্বৈরাচারী দুঃশাসন চলছে, উন্নয়নের নামে লুণ্ঠন এবং নৈরাজ্য চলছে। এই অবস্থায় স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে। এই কর্মসূচিই হতে পারে বর্তমান বাংলাদেশে একটা নতুন জাতীয় ঐক্যের ভিত্তি। গণসংহতি আন্দোলন সেই লক্ষ্যে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে বদ্ধপরিকর।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, শ্যামলী শীল, মনিরউদ্দিন পাপ্পু, আবু বকর রিপন, জুলহাসনাইন বাবু, আরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক রায়, কেন্দ্রীয় সংগঠক আলীফ দেওয়ান প্রমুখ।

সর্বশেষ খবর