রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আমানউল্লাহ আমান (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে গেন্ডারিয়া হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় আমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এমপি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ ঘটনাস্থল পরিদর্শন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। জানা যায়, সূত্রাপুর নতুন রাস্তার ৯৯/২ নম্বর বাসায় মায়ের সঙ্গে থাকত আমান। তার বাবা মৃত বাদল আহমেদ। মা মুনিয়া বেগম বাসায় সেলাই মেশিনে কাজ করেন। মা-বাবার একমাত্র ছেলে ছিল সে। ঢামেক সূত্র জানায়, আমান গেন্ডারিয়া হাইস্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গতকাল টিফিনের সময় সে স্কুল গেটের বিপরীতে রাস্তার পাশে একটি গ্যাসের পাইপের ওপর বসে ছিল। এ সময় তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই আমান বিদ্যুত্স্পৃষ্ট হয়।

সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ খবর