সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফর্মুলা বা সংলাপ নয় সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ফর্মুলা নয়, সংলাপ সংলাপ করেও লাভ হবে না। ভারত-আমেরিকাসহ সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। দেশের জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। গতকাল সকালে শহরের মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করছে।

 জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, জাতীয় পরিষদ সদস্য হীরক গুন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নরেশ ভৌমিকসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের লোকজন অংশগ্রহণ করেন। পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সর্বশেষ খবর