সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক আরও উন্নত করার পক্ষে বিপ্লব

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পক্ষে অভিমত দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অর্থনৈতিক ক্ষেত্রে ও সাংস্কৃতিকভাবে বন্ধনশীল এই দুদেশেরই এগিয়ে আসা উচিত বলেও মনে করেন তিনি। গতকাল আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়করণে সংবাদ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিপ্লব দেব বলেন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশই অগ্রগতির পথে চলেছে। আমরা হয়তো দুটি পৃথক রাষ্ট্র কিন্তু ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান এমনকি ইন্দোনেশিয়ার মধ্যে সংস্কৃতি প্রায় একই ধরনের। এই সংস্কৃতির দ্বারাই আমরা একত্রিত।

বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শফিউল ইসলাম মইনুদ্দিন, বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ, আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণব কুমার সরকার প্রমুখ।

সর্বশেষ খবর