বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনার সহযোগিতা চায় ত্রিপুরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাইল ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন সরকার। রবিবার ত্রিপুরার আগরতলায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাসহ রাজনীতিক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগরতলা প্রেস ক্লাবের দেওয়া এক সংবর্ধনায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ একই সুরে কথা বলেন অন্য মন্ত্রীরাও। মুখ্যমন্ত্রী তার পাঁচ মাসের সরকার পরিচালনায় রাজ্যের উন্নয়নে গৃহীত একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। সংবর্ধনায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ভারতবন্ধু সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতন ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ খবর