বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় ফেমবোসা সম্মেলন আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) নবম সম্মেলন আজ ঢাকায় শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ সম্মেলন র‌্যাডিসন হোটেলে হবে। ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ নির্বাচন কমিশন থেকে মোট ২১ জন প্রতিনিধি অংশ নেবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ থেকে ২০১০ সালে ফেমবোসার যাত্রা হয়। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের নামের বর্ণানুক্রমে ঘুরে এসে এ বছর বাংলাদেশে নবম সম্মেলন হচ্ছে।

সর্বশেষ খবর