বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শহিদুল আলমকে ডিভিশন দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজনসকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে সারা হোসেন সাংবাদিকদের বলেন, শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দিতে ২৭ আগস্ট আমরা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছিলাম। আদালত তখন ডিভিশনের আদেশ দিলেও এতদিনেও তা প্রতিপালন করা হয়নি। এ কারণে আমরা হাই কোর্টে আবেদন করি। আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দিতে নির্দেশ দিয়েছে। তত্ক্ষণাৎ তাকে এ ডিভিশন সুবিধা দিতে বলা হয়েছে। তিনি বলেন, আমাদের কারাবিধি অনুযায়ী বিচারাধীন কারাবন্দীদের প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণিতে রাখা হয়। সামাজিক বা শিক্ষাগত যোগ্যতার কারণে তাকে প্রথম শ্রেণির বন্দী হিসেবে গণ্য করা যায়। এদিকে শহিদুলের জামিন শুনানিতে হাই কোর্ট বিব্রতবোধ করার ঘটনায় অন্য বেঞ্চে আবেদনটি শুনানির জন্য আবেদন করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতির কাছে এ আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন শহিদুলের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে ৪ সেপ্টেম্বর হাই কোর্ট শহিদুলের জামিনের শুনানিতে বিব্রতবোধ করে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগের দিন রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয় নিম্ন আদালত।

সর্বশেষ খবর