Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৩৬
৩৯তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
bd-pratidin

৩৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী  ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন।

গত ৩ আগস্ট এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।

এই পাতার আরো খবর
up-arrow