শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
গাজীপুরে গ্যাস ডিলিন্ডার বিস্ফোরণ

আগুনে পুড়ে গেছে অ্যাম্বুলেন্স, আহত ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দোকানের গ্যাস ডিলিন্ডার বিস্ফোরণে একটি অ্যাম্বুলেন্স পুড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। গতকাল বিকালে মহানগরীর চান্দনা চৌরাস্তার সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, গাজীপুর চৌরাস্তার ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশে সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঘেঁষে একটি চায়ের টং দোকান আছে। বিকাল সাড়ে ৪টার দিকে চায়ের দোকানের এলপি গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে দোকানে আগুন ধরে যায়। এক পর্যায়ে ওই দোকানসহ হাসপাতালের সামনে থাকা অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। আগুন নিভাতে গিয়ে সিটি হাসপাতালের নিরাপত্তাকর্মী মতিউর রহমানসহ দুজন দগ্ধ হন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভায়। আগুনে টং দোকান, সিটি মেডিকেল ও আশপাশের কয়েকটি দোকানের বৈদ্যুতিক মিটার ও লাইন পুড়ে গেছে। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর