মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

টিআইবির জরিপে বিআরটিএর প্রতিবাদ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০১৭’ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। প্রতিবেদনটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে টিআইবি’র এ প্রতিবেদন ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে বিআরটিএ। বিআরটিএ পরিচালক (ইঞ্জি.) মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে। বিআরটিএ’র সেবা নিতে গিয়ে ৬৫ দশমিক ৪ শতাংশ খানা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে। ঘুষ না দিলে বিআরটিএতে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। বিআরটিএ এ মিথ্যা প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিআরটিএর বর্তমান কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হচ্ছে। গ্রাহক সেবা নিশ্চিত ও গ্রাহক হয়রানি ছাড়া সুষ্ঠুভাবে মোটরযানের ডকুমেন্ট কার্যক্রম সম্পাদন করতে ঢাকা মেট্রো সার্কেলের ৩টি অফিসেই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সেবা প্রদান সহজ করার অংশ হিসেবে বিআরটিএ মোটরযানের রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট, শিক্ষানবীস ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, মালিকানা বদল ইত্যাদি কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে।-বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর