বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্র আদালতে মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গতকাল বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) রিজার্ভ হ্যাকের বিষয়ে জড়িত কোরিয়ান নাগরিক শনাক্তের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দিলেন গভর্নর। 

বিএফআইইউর উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ জানান, নির্বাচনের আগেই রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হতে পারে। গভর্নরের নির্দেশনা অনুযায়ী- মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ মামলা হলে শিগগিরই চুরি হওয়া সব অর্থ ফেরত পাওয়া যাবে। এ বছরের ৫ জুলাই ফিলিপাইনের আদালতে যে তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে, সেখানেও আনুষ্ঠানিকভাবে হ্যাকিংয়ের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এফবিআইর তদন্তে উত্তর কোরিয়ার হ্যাকার পার্ক জিনের সম্পৃক্ততা বেরিয়ে আসায় চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আরও বাড়ল। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর