বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে তিন কোটি টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ তিন কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল ভোরে আমদানি কার্গো থেকে ৫ হাজার কার্টন ভর্তি সিগারেটগুলো জব্দ করা হয়। মন্ড ও ৩০৩ ব্র্যান্ডের সিগারেটগুলো ‘গৃহস্থালির মালপত্র’ মিথ্যা ঘোষণায় আনা হয়েছিল।

জানা গেছে, সোমবার রাতে দুবাই থেকে ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইওয়াই-২৫৮) সিগারেটগুলো ঢাকায় আনা হয়। পরে তা আমদানি কার্গোতে রাখা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে মালিকবিহীন অবস্থায় ৫টি বড় প্লেট খুলে ৫ হাজার কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর