বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

তিন আসামির আপিল একজনের জামিন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর তিন আসামি আবদুল গনি হাওলাদার, মো. আউয়াল ও সোলায়মান মৃধা খালাস চেয়ে আপিল আবেদন করেছেন। গতকাল তাদের পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। আপিলে আসামিদের খালাস চাওয়া হয়েছে। আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড হয়েছেন জয়নুল আবেদীন তুহিন। এ বিষয়ে আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বাংলাদেশ প্রতিদিনকে জানান, ৭৫ পৃষ্ঠার আপিলের সঙ্গে সর্বমোট ৫৫৬ পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়া হয়েছে। আপিলে খালাসের পক্ষে মোট ৪৬টি যুক্তি তুলে ধরা হয়েছে। ১৩ আগস্ট রায়ে পটুয়াখালীর পাঁচজনকে মৃত্যুদণ্ড ঘোষণা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আদালতে নিয়মিত হাজির হওয়ার শর্তে নড়াইলের মো. বদরুদ্দোজার জামিন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তিনি জানান, দুর্ঘটনায় আক্রান্ত হয়ে আসামির পা ভেঙে গেছে।

তিনি অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেন না। তাই তাকে জামিন দেওয়া হয়েছে। শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর