বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন— গুলশানে হাফসা খাতুন (১৩) ও শ্যামপুরে ওবায়দুল ইসলাম (২৬)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। গুলশান থানার এসআই মাসুদ রানা জানান, গুলশানের রোড-৫৯, বাড়ি-৭ এর জসিম উদ্দিনের ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে এক বছর ধরে কাজ করছে হাফসা। মঙ্গলবার সন্ধ্যায় হাফসা এবং আরেক গৃহকর্মী বৃষ্টি আক্তার ওই বাড়ির ছাদে কম্বল আনতে যায়। বৃষ্টি কম্বল নিয়ে বাসায় এলেও হাফসা ছাদে ছিলেন। হঠাৎ সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে হাফসা মারা যায়। গতকাল ওই হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার বাবার নাম নুরুল ইসলাম এবং মায়ের নাম জাহেদা আক্তার। বাড়ি নেত্রকোনা সদরের কালকাপাড়ায়। এদিকে, গতকাল দুপুরে শ্যামপুরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় একটি তেল কারখানার ভিতরে গভীর নলকূপ বসানোর কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে দিনমজুর ওবায়দুল মারা যান। মৃতের সহকর্মী আবদুল মতিন জানান, ওবায়দুল শ্যামপুর বরইতলায় থাকতেন।

তার বাবার নাম মজিবর সরদার। বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার আন্দারমানিক গ্রামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর