বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইতালির বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ ইতালির বাসিলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলো ৬০তম ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার। ৯ সেপ্টেম্বর এই সামাজিক ব্যবসা কেন্দ্রটির উদ্বোধন করা হয়। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি ইতালির সর্বদক্ষিণে অবস্থিত ঐতিহ্যবাহী মাতেরা নগরী সফরকালে বাসিলিকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাসিলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারটির অন্যতম লক্ষ্য বেকারত্ব বিশেষ করে যুব-বেকারত্ব মোকাবিলায় সামাজিক ব্যবসার মডেল ব্যবহার করা। এর আগে দেশটির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় ও বলোনিয়া বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার হচ্ছে একটি গবেষণা কেন্দ্র যেখানে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও কমিউনিটি সমাজের জরুরি সমস্যাগুলোর মোকাবিলায় প্রফেসর ইউনূসের নীতি-দর্শন অনুসারে সামাজিক ব্যবসার ধারণা ও সামাজিক ব্যবসা গড়ে তোলা হয়। বিশ্বব্যাপী ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারগুলো বাংলাদেশে অবস্থিত ইউনূস সেন্টারের সহযোগিতায় একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর