Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:২৮
সংসদ বহাল রেখে প্রভাবমুক্ত ভোট অসম্ভব
------- পীর চরমোনাই
নিজস্ব প্রতিবেদক
bd-pratidin

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে তা কখনই প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। বর্তমান সংসদের প্রতি মানুষের কোনো আস্থা নেই। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, ইভিএম নিয়ে চলছে দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার ঝড়। এর মধ্যে দেড় লাখ ইভিএম মেশিন কেনা জনগণকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। নির্বাচন কমিশন একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছে। কাজেই এর আশু সমাধান প্রয়োজন। এই বিতর্কিত কমিশনের পদত্যাগ করা উচিত।

এই পাতার আরো খবর
up-arrow