বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
নাইন-ইলেভেন

ছয় বাংলাদেশিকেও স্মরণ করা হলো গভীর শ্রদ্ধায়

নিউইয়র্ক প্রতিনিধি

নাইন-ইলেভেনে সন্ত্রাসী হামলার ১৭ বছর পূর্তি হলো ১১ সেপ্টেম্বর। এ উপলক্ষে মঙ্গলবার নিউইয়র্ক সিটির ডাউন টাউনে ন্যাশনাল সেপ্টেম্বর একাদশ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামের কাছে গ্রাউন্ড জিরোতে স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক ও নিউজার্সির শীর্ষ পর্যায়ের জনপ্রতিনিধিরা এতে অংশ নেন। টুইন টাওয়ারে নিহতদের নাম উচ্চারণ পর্বে সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন। নিহতদের স্বজনেরা ছিলেন সেখানে। এ উপলক্ষে সিটিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে পেনসিলভেনিয়া, পেন্টাগনে ধসে যাওয়া স্থলেও শোক সমাবেশ হয়। পেনসিলভেনিয়ায় বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, সন্ত্রাসের কাছে আমেরিকা কখনোই মাথা নত করবে না। এ সময় পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে ছয় বাংলাদেশিসহ দুই হাজার ৯৭৮ জনের প্রাণহানি ঘটেছে। নিহত বাংলাদেশিরা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহউদ্দিন চৌধুরী ও নোয়াখালীর আবুল কে চৌধুরী।

ভয়ঙ্কর সেই সন্ত্রাসী হামলা নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণের পর মোমবাতি প্রজ্বালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। বহুজাতিক এ কর্মসূচির আয়োজন করে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর