রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণমাধ্যম হুমকির মুখে পড়বে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম হুমকির মুখে পড়বে : রিজভী

ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এটি একটি ভয়ঙ্কর কালাকানুন। রাষ্ট্রক্ষমতাকে আওয়ামীতন্ত্রের কাছে ‘মৌরসি পাট্টা’ করার জন্যই এ আইন পাস করা হচ্ছে। এটি পাস করা হলে গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, এ কালো আইন পাস করা যাবে না। দলমতনির্বিশেষে সব মানুষকে এ কালো আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, রওনকুল ইসলাম টিপু, শাহ আবু জাফর, মহিলা দলের সিনিয়র যুগ্মমহাসচিব হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কারাগারে মেডিকেল বোর্ড গঠন সম্পর্কে রিজভী আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ না দিয়ে ক্ষমতাসীন দলের ডাক্তারদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন দুরভিসন্ধিমূলক। গুরুতর অসুস্থ ব্যক্তির চিকিৎসা নিয়ে এটি এক চরম তামাশা। এর মাধ্যমে বেগম জিয়ার মানবাধিকার কেড়ে নেওয়া হলো। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখেননি। তিনি বলেন, সরকার তাঁর পরিবারসহ জনগণের দাবিকে পাত্তা না দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এমন চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড গঠন করেছে। সরকারের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, মানুষের ক্ষোভের ধাক্কায় পালিয়ে যাওয়ার পথ খুঁজছে সরকার। এজন্য অবৈধ শাসকদল পুলিশকে নিজেদের স্বার্থে নজিরবিহীনভাবে ব্যবহার শুরু করেছে। সরকার বেসামাল হয়ে ভুয়া মামলা ও গ্রেফতারকে কাজে লাগিয়ে টিকে থাকতে চাচ্ছে। খুন, গুম, লুটপাট, দখলবাজি, মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করছে আওয়ামী লীগ। গত দুই দিনে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপিসহ বিরোধী দলের শতাধিক নেতা-কর্মীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। এদের মুক্তি দাবি করে রিজভী বলেন, সরকারের নির্মিত এই পুলিশি রাষ্ট্র এখন উত্খাত করার জন্য মানুষ ঐক্যবদ্ধ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর