রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

ভোটের প্রভাবে চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার। প্রতিদিন বাড়ছে লেনদেন ও সূচক। গত এক সপ্তাহে আগের সপ্তাহ থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে ২০১০ সালে ভয়াবহ দরপতনে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ বিনিয়োগকারীর ক্ষতি আট বছরেও কাটিয়ে উঠতে পারেনি। আসন্ন জাতীয় ভোটের আগে বিনিয়োগকারীদের যাতে ক্ষোভ না বাড়ে এজন্য সরকার শেয়ারবাজার চাঙ্গা রাখার চেষ্টা করছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগ বাড়াচ্ছে শেয়ারে। সেই সঙ্গে অংশীদারিত্ব বিক্রি বাবদ চীন থেকে পাওয়া অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে এই খবরে ভালো শেয়ারের দাম বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৫০৬ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৩৬৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৪৫২ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার ৭৩ টাকা বা ৪৭.৫৬ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৩ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৫৬৬ টাকা। বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৯০১ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৯২৭ টাকা। আর আগের সপ্তাহে হয়েছিল ৭৬৩ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৩৯১ টাকা। এ হিসাবে ডিএসইতে গড় লেনদেন বিদায়ী সপ্তাহে ১৩৭ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৫৩৬ টাকা বেড়েছে। ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১ হাজার ৬৫ কোটি টাকা। যা ১১ জুলাইয়ের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। চলতি ২০১৮-১৯ অর্থবছরের শুরুতে গত ২ জুলাই ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৩২২ পয়েন্ট। সর্বশেষ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ পয়েন্টে। প্রায় আড়াই মাসে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ১৭৮ পয়েন্ট। ডিএসইতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির লগ্নিকারীরা। গত এক-দুই মাসে ভালো শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের অংশও বেড়েছে। ডিএসইর শীর্ষ ডিএস ৩০ সূচকে অন্তর্ভুক্ত ৩০ কোম্পানির মধ্যে ১৯টিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। ১০টিতে কমেছে। আর অপরিবর্তিত ছিল মাত্র একটি কোম্পানির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর