রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়বে সহনীয় মাত্রায়

—তৌফিক-ই-ইলাহী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিদ্যুতের উৎপাদন ও জ্বালানি আমদানির খরচ বাড়ছে। এজন্য মূল্য সমন্বয় করার জন্য বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়বে। তবে তা ধীরে ধীরে এবং জনগণের জন্য সহনীয় মাত্রায়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত ‘নেট মিটারিং সিস্টেম’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তৌফিক-ই-ইলাহী আরও বলেন, ২০৪১ সালে বাংলাদেশে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দরকার হবে। আর সে লক্ষ্যে কাজ করছে সরকার। নতুন যেসব পাওয়ার প্রজেক্ট হবে তার ৩৫ শতাংশ ফুয়েল ও ৩৫ শতাংশ হবে গ্যাসভিত্তিক। তবে সরকার সোলার এনার্জির দিকে বেশি নজর দিচ্ছে। যেসব খালি জায়গা আছে বিশেষ করে কৃষিজমি ও এয়ারপোর্ট এলাকায় সোলার এনার্জি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, এলপিজির ব্যবহার বাড়ানো ও এর দাম নির্ধারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা।

আয়োজক সংগঠনের সভাপতি অরুণ কর্মকারের সভাপতিত্বে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

সর্বশেষ খবর