সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিরপেক্ষ সরকার হলে আওয়ামী লীগ প্রার্থীই খুঁজে পাবে না : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি এবং যুক্তফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব বলেছেন, আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকার গঠিত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী খুঁজে পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে দেখেন, জোর করে ক্ষমতা দখল করবেন না, তাহলে দেখবেন কোনো প্রার্থীই পাবেন না আপনারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বাম ফ্রন্ট (মার্কসবাদী) আয়োজিত ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেএসডি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সুষ্ঠু নির্বাচন দেবেন। আপনি শুধু পদত্যাগ করেই দেখেন, আপনার চার পাশে যে সাঙ্গপাঙ্গরা আছে, তাদের একজনকেও খুঁজে পাবেন না। শেখ হাসিনার উদ্দেশে আ স ম রব আরও বলেন, আপনি আমার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু আমি আপনার ক্ষতি চাই না।

সর্বশেষ খবর