সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
পুলিশের প্রতিবেদন

খুন নয়, আত্মহত্যা করে তাসফিয়া!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলীর তীরে লাশ উদ্ধারের পর তাসফিয়া আমিনের স্বজনরা খুনের সন্দেহ করলেও তদন্ত শেষে পুলিশ বলেছে, আত্মহত্যা করেছেন এই স্কুলছাত্রী। সাড়ে চার মাস ধরে তদন্তের পর গতকাল চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পারিপার্শ্বিকতা, ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শী ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আমরা নিশ্চিত হয়েছি, তাসফিয়া আত্মহত্যা করেছে। তাসফিয়ার বাবার করা হত্যা মামলার সন্দেহভাজন ছয় আসামিকেও অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয় চূড়ান্ত প্রতিবেদনে। আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফরেনসিক প্রতিবেদনে তাসফিয়ার শরীরে কোনো বিষক্রিয়া না পাওয়া এবং ডিএনএ প্রতিবেদনেও ‘ভিন্ন কিছু’ না পাওয়ার কথা জানান তিনি। তবে কী কারণে তাসফিয়া আত্মহত্যা করেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ভাষ্য পাওয়া যায়নি চূড়ান্ত প্রতিবেদনে। উল্লেখ্য, গত ২ মে পতেঙ্গার ১৮ নম্বর ঘাট থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর