সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে কোটি টাকার ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি টাকার আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল ভোরে জামাল নামে এক যাত্রীর কাছ থেকে ওষুধগুলো জব্দ করা হয়। জব্দ করা ওষুধগুলো হচ্ছে- ডুপাস্টন ১২ হাজার পিস, মিক্সটার্ড ২ হাজার পিস, নিউরাল ২৫এমজি ১৫ হাজার পিস, নিউরাল ৫০এমজি ২ হাজার পিস ও নভোর‌্যাপিড ২৫০ পিস। এসব ওষুধ ডায়বেটিস, হাড়ের ক্ষয়জনিত রোগ ও বন্ধ্যত্ব চিকিৎসায় ব্যবহূত হয়ে থাকে। কাস্টমস গোয়েন্দা মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, ভোরে মিসর থেকে তুর্কিজ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-০৭১২) ঢাকায় আসেন জামাল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখা হয়।

 জামাল ৪ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো পাওয়া যায়। আমদানিনীতি আদেশ অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ছাড়া বিদেশি ওষুধ আমদানি নিষিদ্ধ।

সর্বশেষ খবর