সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আকস্মিক সংঘর্ষে জরুরি অবস্থা

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য কন্ট্রোল রুম

কূটনৈতিক প্রতিবেদক

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আকস্মিক সংঘর্ষ এবং এ পরিপ্র্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে জরুরি অবস্থা জারি করায় সে দেশে বসবাসরত বাংলাদেশিদের সহায়তায় দূতাবাসে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। গতকাল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের  বহিঃ প্রচার অনুবিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো সময়ে বাংলাদেশি কর্মীদের সহায়তাকল্পে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে। কন্ট্রোল রুমের নম্বর হলো— ০০২১৮৯১৩৭৭৬৯১৪, ০০২১৮৯১৬৯৯৪২০৭, ০০২১৮৯২৬২৯৯২৭০। এর আগে ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি সতর্কবার্তায় জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপোলিস্থ সব প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো। বিশেষ করে ত্রিপোলির গাছর-বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবুসেলিমসহ অন্যান্য যুদ্ধকবলিত এলাকাসমূহ পরিহার করার জন্য আহ্বান জানানো হলো।

সর্বশেষ খবর