সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু মেডিকেলের ডরমেটরি উদ্বোধনের পরই দখল

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডরমেটরি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। এর পরই কিছু ছাত্র সেটি দখলে নিয়েছে। এ নিয়ে ছাত্র-শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অবস্থান নিয়েছে পুলিশও। সংশ্লিষ্টরা বলছেন, ডরমেটরি কোটাভিত্তিক দেশি-বিদেশি ছাত্রদের বরাদ্দ দেবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। কিন্তু বরাদ্দ দেওয়ার আগেই সেটি দখলে নিয়েছে কিছু ছাত্র। বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, নতুন ডরমেটরি প্রধানমন্ত্রী উদ্বোধনের পর কিছু শিক্ষার্থী জোর করে সেটি দখলে নিয়েছে। এখনো প্রশাসনের পক্ষ থেকে সিট বরাদ্দ দেওয়া হয়নি। এটি নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, নতুন ডরমেটরি ১৫/২০ জন শিক্ষার্থী জোর করে দখলে নিয়েছে বলে জানতে পেরেছি। যেকোনো ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

সর্বশেষ খবর