সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নতুন মুখ ২০১৮ উদ্বোধন

সাংস্কৃতিক প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে ‘নতুন মুখের সন্ধান’ কার্যক্রমের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘নতুন মুখ ২০১৮’ এর নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া তথ্য সচিব এম এ মালেক, সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন উর রশীদ, চিত্রনায়ক আলমগীর, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, আন্তর্জাতিক সম্পাদক শাহীন কবির টুটুলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সিনিয়র চলচ্চিত্র অভিনেত্রী দিলারা, চলচ্চিত্রের প্রিয় মুখ চম্পা, অভিনেত্রী জয়া আহসান, খল অভিনেতা ডিপজল, মিশা সওদাগর, চিত্রনায়িকা শাহনূরসহ চলচ্চিত্রের আরও অনেক কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।

‘নতুন মুখের সন্ধান ২০১৮’ অনুষ্ঠানে জুরি বোর্ডের বিচারক হিসেবে থাকবেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, নির্মাতা আফজাল হোসেন, চিত্রনায়ক আলমগীর, চলচ্চিত্রের প্রিয় মুখ চম্পা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর