মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
নিউইয়র্কে ড. মোমেন

নৌকার বিজয় ঠেকিয়ে রাখা যাবে না

প্রতিদিন ডেস্ক

‘সাংগঠনিক ঐক্য অটুট রাখা সম্ভব হলে সামনের নির্বাচনে নৌকার বিজয় কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেড়ে দেওয়া সিলেট-১ আসনের সম্ভাব্য প্রার্থী জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন। খবর এনআরবি নিউজের। সদ্যসমাপ্ত সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ চিহ্নিত করার পর কয়েকজনকে কারণ দর্শানোর নোটিস প্রদানের ঘটনাটিকে স্বাগত জানিয়ে সাবেক এই কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের ইমেরিটাস অধ্যাপক ড. মোমেন আরও বলেন, ‘ঘরের শত্রু বিভীষণ। সিটি মেয়র নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। সিলেট হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি।’ ড. মোমেন কানাডায় বিশ্ব সিলেট সম্মেলনে অংশ নিতে গত মাসের ৩১ তারিখে যুক্তরাষ্ট্রে আসার পরই ‘ইউরিনাল স্টোন’ রোগে আক্রান্ত হন। এখন তিনি পরিপূর্ণ সুস্থ বলে চিকিৎসকরা জানিয়েছেন। ১৯ সেপ্টেম্বর ফিরে যাবেন সিলেটে নির্বাচনী ময়দানে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সপ্তাহখানেক বিশ্রামে থাকার মধ্যেই ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ড. মোমেন নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা-সাংবাদিক-সাংস্কৃতিক সংগঠকদের সঙ্গে এক প্রাণবন্ত আড্ডায় বসেন।

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এ আড্ডা সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

সর্বশেষ খবর