বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবুল খায়ের মুসলেহ উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

আবুল খায়ের মুসলেহ উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

কবি ও কথাসাহিত্যিক আবুল খায়ের মুসলেহ উদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলায় লৎ্সর গ্রামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আবুল খায়ের মুসলেহ উদ্দিন ১৯৩৪ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক, পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত আইজি এবং বাংলাদেশ বস্ত্রশিল্প সংস্থার চেয়ারম্যান ছিলেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১০০। এর মধ্যে কাব্যগ্রন্থ ৩, উপন্যাস ২০, গল্পগ্রন্থ ৩০, শিশুতোষ কাব্যগ্রন্থ ১১, শিশু-কিশোর গল্প-উপন্যাস ২০ এবং ইতিহাস-ঐতিহ্য-জীবনীগ্রন্থ ৫টি। সাহিত্যকর্মের জন্য তিনি আসাফ-উদ-দৌলা রেজা স্মৃতি সাহিত্য পুরস্কার, আবুল হাসান স্মৃতি সাহিত্য পুরস্কার, শেরে বাংলা স্মৃতি সাহিত্য পুরস্কার, কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার ও ফরিদপুর পৌরসভা সাহিত্য পুরস্কার লাভ করেন।

সর্বশেষ খবর