মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরকারি হলো আরও ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন উপজেলার আরও ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২৪ সেপ্টেম্বর থেকে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এ ছাড়া ২৮ আগস্ট ১২টি মাধ্যমিক স্কুলকে সরকারি করা হয়। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। এর অংশ হিসেবে এসব বিদ্যালয় সরকারি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর