মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভারতে অনুপ্রবেশ মামলা

বিএনপি নেতা সালাহউদ্দিনের ভাগ্য নির্ধারণ ২৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ভারতে অনুপ্রবেশের মামলার রায় ২৮ সেপ্টেম্বর। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জেলা ও দায়রা আদালতের বিচারক এই রায় দেবেন।

গত ১৪ আগস্ট বিচারক ডি জি খারশিংয়ের আদালত শুনানি শেষে মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখার পর ২৮ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সালাহউদ্দীন আহমেদের আইনজীবী এপি মহন্ত রায়।

উল্লেখ্য, ভারতের অনুপ্রবেশের অভিযোগে ২০১৫ সালে মার্চ মাসে এই বিএনপি নেতার বিরুদ্ধে মেঘালয় পুলিশ সিটি থানায় একটি মামলা করে। ওই মামলায় গ্রেফতার দেখানো হলে শারীরিক অসুস্থতার কারণে বিচারক তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। এই মুহূর্তে শিলং শহরেই বসবাস করছেন তিনি। অনুপ্রবেশের অভিযোগে আটক হবার প্রায় দুই মাস আগে থেকে বাংলাদেশে ‘নিখোঁজ’ ছিলেন সালাহউদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর