শিরোনাম
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
মহাসমাবেশের চিন্তা

ঐক্যের সিদ্ধান্তে আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, দেশে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্যের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। গতকাল বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে জাতীয় মহাসমাবেশ করবেন আইনজীবীরা। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে বৈঠক সূত্র জানিয়েছে। আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, নিতাই রায় চৌধুরী, সুব্রত চৌধুরী, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, তৈমুর আলম খন্দকার, আবেদ রাজা, সাইফুর রহমান, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

বৈঠক সূত্রে জানা গেছে, তিন দফা দাবিতে আগামী অক্টোবর মাসের প্রথম দিকে মহাসমাবেশ করার লক্ষ্যে দু-এক দিনের একটি কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আইনজীবীদের ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম উঠে এসেছে। সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ আইনজীবীদের জাতীয় ঐক্য নিয়ে একটি নাম দেওয়ার প্রস্তাব করেন। অক্টোবরে সুপ্রিম কোর্ট অঙ্গনে আইনজীবীদের মহাসমাবেশ করার পক্ষে মত দেন। এ ছাড়াও প্রতিটি বিভাগে আইনজীবীদের কমিটি গঠনের সুপারিশ করেন। সভায় উপস্থিত আইনজীবীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টসহ দেশের সব আইনজীবীকে জাতীয় ঐক্যে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। পরে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, রাজনীতিবীদদের পাশাপাশি দেশের সব আইনজীবীর মধ্যে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে শক্তিশালী একটি ঐক্য প্রক্রিয়ার কাজ চলছে। আমরা চাই দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। জয়নুল আবেদীন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, দেশে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবীরা একমত হয়েছেন। দু-এক দিনের মধ্যে সিনিয়র আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করে মহাসমাবেশের তারিখ নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের যেসব আইনজীবী গণতন্ত্রমনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সঙ্গে সম্পৃক্ত হতে চান, তাদের জন্য দ্বার উন্মুক্ত থাকবে।

সর্বশেষ খবর