মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
দুদকে হাজিরা

‘অসুস্থতার’ জন্য তিন সপ্তাহ সময় চাইলেন তিতাসের এমডিসহ তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজিরা দিতে তিন সপ্তাহ সময় চেয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমানসহ তিন কর্মকর্তা। মিটার টেম্পারিং ও মিটার বাইপাস করে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গতকাল তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। কিন্তু তারা কেউ হাজির হননি। তার বদলে তারা দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বরাবর পৃথক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তারা ডায়াবেটিস, হাইপারটেনশন, হাড়ের রোগের কথা উল্লেখ করে ডাক্তারি সার্টিফিকেট সংযুক্ত করেছেন। দৃষ্টি আর্কষণ করা হলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য  বলেন, সময় চেয়ে আবেদন আমরা পেয়েছি। বিষয়টি অনুসন্ধান কর্মকর্তা দেখবেন। সময় দেবেন কিনা এটা তার এখতিয়ার। তলবকৃত অপর দুই কর্মকর্তা হলেন— উপমহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ ও তিতাসের জোবিঅ-জয়দেবপুর এবং আবিবি-গাজীপুরের ইনচার্জ (ব্যবস্থাপক) ছাব্বের আহমেদ চোধুরী। এ ছাড়া আজ তিতাসের গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আবিডি-নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, টিঅ্যান্ডটি শাখার (গাজীপুর) ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক মো. আখেরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানীকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। দুদক ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে অভিযোগটি অনুসন্ধান করছে।

সর্বশেষ খবর