মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অভিযানে ড্রেজার-জাল জব্দ

অবৈধ বালু উত্তোলন ঠেকালেন ইউএনও

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

মিঠাপানির মাছের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকালেন হাটহাজারীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে নদীর আকৃতি বদলে যাওয়ার উপক্রম হয়েছে। এতে মা মাছের আবাস নষ্ট হচ্ছে। ভবিষ্যতে মা মাছ প্রজনন মৌসুমে হালদায় আসবে কি না সেই আশঙ্কা তৈরি হচ্ছে জনমনে। একই সঙ্গে হালদার মা মাছ শিকার বন্ধেও অভিযান শুরু করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে দুটি বালুর ড্রেজার ও ৩০০ মিটার মশারি জাল জব্দ করা হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

সর্বশেষ খবর