বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
রাজধানীতে মাদকবিরোধী অভিযান

১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এ অভিযানে অংশ নেয়। অভিযানে ১০ হাজার ৫৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭ কেজি ৯৭৫ গ্রাম গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ হাজার ৫৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৪৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৭ কেজি  ৯৭৫ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে ভাষানটেকের দেওয়ানপাড়া থেকে ৬০ কেজি গাঁজাসহ আন্তঃজেলা সংঘবদ্ধ মাদক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- শাহাদত হোসেন ওরফে সেন্টু, এমদাদ হোসেন ফকির, মানিক হোসেন ও জনি। তাদের কাছ থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এদিকে, সোমবার দুপুরে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- নয়ন ভুইয়া ও রনি। নয়নের বাড়ি ঢাকার ধামরাইয়ে এবং রনির বাড়ি দিনাজপুরের কোতোয়ালিতে।

সর্বশেষ খবর