বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির ভোট ৩০ আর আওয়ামী লীগের ৪২ শতাংশ

————— এইচ টি ইমাম

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ২০১৮ সালে এসে বিএনপির ভোট ৩০ শতাংশ হয়েছে, আর আওয়ামী লীগের ভোট ৪২ শতাংশে দাঁড়িয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও তার ওপর নির্মিত একটি তথ্যচিত্র এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাতটি নাটকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এইচ টি ইমাম বলেন, দেশের এবং জনগণের উন্নয়ন করার কারণে আওয়ামী লীগের ভোট বেড়েছে। তবে এবারের নির্বাচনে কাউকে জিতিয়ে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই। এলাকায় জনপ্রিয় এবং দলের জন্য কাজ করতে পারবেন এমন লোকদেরই মনোনয়ন দেওয়া হবে। এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বরের প্রথম দিকে। এরপর নির্বাচনী আইনকানুন মানতে হবে। যা কিছু করার এখনই করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সেভাবে কোনো অনুষ্ঠান করা যাবে না। তখন গণপ্রতিনিধিত্ব আদেশের অধীন সবকিছু চলে যাবে।

অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ, শম্পা রেজা, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী।

সর্বশেষ খবর