বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পাট থেকে পলিথিন উৎপাদনে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিক ভিত্তিতে পাট থেকে পলিথিন উৎপাদনের জন্য যুক্তরাজ্যের বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। গতকাল সচিবালয়ে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফয়জুর রহমান চৌধুরীর উপস্থিতিতে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিজেএমসির পক্ষে সচিব এ কে এম তারেক এবং যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান ফুটামুরা কেমিক্যালের পক্ষে কোম্পানির জেনারেল ম্যানেজার প্রিমি কোউল হার্ড চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে মির্জা আজম জানান, পাট থেকে তৈরি এই পলিথিন ব্যাগের নাম হবে সোনালি ব্যাগ।

বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজ্ঞানী ড. মুবারক আহম্মেদ খান পাটের সেলুলোজ থেকে সোনালি ব্যাগ উদ্ভাবন করেন। এটি পচনশীল ও পরিবেশবান্ধব। পলিথিনের বিকল্প পচনশীল সোনালি ব্যাগ তৈরির প্রকল্প উদ্বোধন করা হয় ২০১৭ সালে।

সর্বশেষ খবর