বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অর্ধশতাধিক স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে উপনির্বাচনের ভোট আজ

নিজস্ব প্রতিবেদক

অর্ধশতাধিক স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। যেসব এলাকায় নির্বাচন হচ্ছে এর মধ্যে ৫৪টি ইউনিয়ন পরিষদ ও ৩টি পৌরসভা রয়েছে। এসব নির্বাচনী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছে ইসি। যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে সেখানে ম্যাজিস্ট্রেট নিয়োগও করেছে ইসি। ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, ৫৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫২টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২টি ইউনিয়ন পরিষদে বন্ধ ঘোষিত পদে ভোটগ্রহণ হবে। তিনটি পৌরসভার মধ্যে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে এবং নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় একটি ও হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় একটি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া যে ৫২টি ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোর মধ্যে ৬টিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর