বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মাদ্রাসা নীতিমালায় আলেমদের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

এবার প্রথম স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সংক্রান্ত নীতিমালা-২০১৮ অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলেম সমাজ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত শোকরানা সভা থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়। সভায় বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সৃষ্টির দীর্ঘ ৩৪ বছর পর এবার প্রথম এ সংক্রান্ত নীতিমালা হলো। এতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠা, জনবল কাঠামো, পরিচালনা, স্বীকৃতি এবং বেতন-ভাতাদি ও অনুদান-সংক্রান্ত সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। এর আগে কেউ তা করেনি ।

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম জয়নুল আবেদিন জেহাদি।

সর্বশেষ খবর