বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কামিল প্রথম ও দ্বিতীয় পর্বের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্বের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আহসান উল্লাহ দুই বছর মেয়াদি এ পরীক্ষার ফল ঘোষণা করেন। প্রথম পর্বে ২৩ হাজার ৯২৬ জন ও দ্বিতীয় পর্বে ১৭ হাজার ২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে প্রথম পর্বে  ৯২ দশমিক ৫০ শতাংশ ও দ্বিতীয় পর্বে ৯৭ দশমিক শূন্য ৯ শতাংশ উত্তীর্ণ হয়। পরীক্ষার ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।

সর্বশেষ খবর