বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাষ্ট্রপতির প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাম গণতান্ত্রিক জোটের নেতারা নাগরিকদের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইনটিতে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইন দেশের নাগরিকদেরই কেবল কণ্ঠরোধ করবে না, এই আইনের মাধ্যমে ক্ষমতাসীনদের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহিতাহীন কর্তৃত্ব ও স্বেচ্ছাচারিতা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর