বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সেই তানভীরকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

লঞ্চের ধাক্কায় এক পা হারানো ১৩ বছর বয়সী তানভীর হাসান নাঈমকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। যুবরাজ-২ লঞ্চের মালিক মো. রাসেল হোসেনকে এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদেশে। গতকাল বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে কি-না, ১৫ দিনের মধ্যে তা জানাতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি নৌপথে যাতায়াতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাই কোর্ট। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন খালেদ মাহমুদুর রহমান আদনান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী সহকারী হযরত আলী গাজী। পরে রুহুল কুদ্দুস কাজল জানান, তানভীর ঢাকার খিলগাঁও এলাকার নূরবাগ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং বরগুনা জেলার বামনার মধ্য আমতলী গ্রামের মো. সাদ্দাম হোসেনের ছেলে। সে ঈদের ছুটি শেষে মায়ের সঙ্গে ঢাকায় ফিরছিল। রামনা লঞ্চঘাটে যুবরাজ-২ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে  সে পা হারায়। তানভীর হাসান নাঈম বর্তমানে চিকিৎসাধীন। তার ডান পা কেটে ফেলতে হয়েছে। আদালত তাত্ক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে ১৫ দিনের মধ্যে পাঁচ লাখ টাকা দিতে বলেছেন।

সর্বশেষ খবর